Bangla Blog List. সাহিত্য, শিল্প, সাংস্কৃতি বিষয়ক ওয়েব ব্লগ

Monday, February 1, 2010

১ ফেব্রুয়ারী বাংলা একাডেমীতে মাসব্যাপী 'অমর একুশে গ্রন্থমেলা-২০১০' এর উদ্বোধন

আজ ১ ফেব্রুয়ারী বাংলা একাডেমীতে মাসব্যাপী 'অমর একুশে গ্রন্থমেলা-২০১০' এর উদ্বোধন হয়েছেবিকাল পাঁচটায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে 'অমর একুশে গ্রন্থমেলা-২০১০' এর উদ্বোধন ঘোষণা করেনযার হাত দিয়ে এ মেলার শুরু তার স্মৃতি রক্ষায় এবারই প্রথম "চিত্তরঞ্জন সাহা পুরস্কার" প্রবর্তন করেছে বাংলা একাডেমীসেরা বই প্রকাশককে দেওয়া হবে এ পুরস্কারএবারের মেলায় ৩৬৬টি প্রতিষ্ঠানকে ৫০৫টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছেএর মধ্যে প্রায় ১০০ স্টল থাকবে বাংলা একাডেমীর বাইরের সড়কেমেলায় লিটল ম্যাগাজিনের স্টল থাকছে ২৬টিমেলাকে অবৈধ প্রকাশনামুক্ত রাখতে একটি টাস্কফোর্স গঠন করেছে বাংলা একাডেমীকোনো স্টলে পাইরেটেড বই বা বেআইনিভাবে প্রকাশিত বই পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবারের মেলা চত্বরকে নয়টি ভাগে ভাগ করা হয়েছেভাষা শহীদ, লেখক, সাহিত্যিক, কবি ও বুদ্ধিজীবীদের নামে এসব চত্বরের নাম হবেপ্রতিবারের মতো এবারেও নতুন বইয়ের মোড়ক উন্মোচনের ব্যবস্থা থাকবে নজরুল মঞ্চে১ থেকে ২৭ ফেব্র"য়ারি পর্যন্ত প্রতিদিন বিকালে মূল মঞ্চে সেমিনার হবেসেমিনারের বিষয় 'ভাষা আন্দোলনের ইতিহাস কথা: ১৯৪৭-১৯৫৩'পুরো মাসজুড়ে প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানপুষ্টি ভবন ও আনবিক শক্তি কমিশনের পাশে দুটি ফটক দিয়ে মেলায় ঢুকতে হবেকর্মদিবসে বেলা ৩টা থেকে রাত ৯টা, ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা এবং একুশে ফেব্র"য়ারি সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে

স্বাধীনতার পর একুশে ফেব্রুয়ারীতে বাংলা একাডেমীতে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান চলার সময় সেখানে বসে বই বিক্রি শুরু করেন মুক্তধারা ও পুঁথিঘরের কর্ণধার চিত্তরঞ্জন সাহাএরপর তার সঙ্গে এসে যোগ দেয় অনেকেগ্রন্থমেলার শুরুটা হয় এভাবেইপরে বাংলা একাডেমী এর আয়োজনের দায়িত্ব নেয়মাসব্যাপী এ মেলা শুধু বই প্রদর্শনীই নয়, বাঙালি সংস্কৃতির অন্যতম অংশ হিসেবে এখন বিবেচিত
এই পোস্টের শেষে হয়ত লেখা উচিত ছিল "তবে ঘুরে আসুন 'অমর একুশে গ্রন্থমেলা-২০১০' থেকে" বা এই ধরণেরই আমন্ত্রণ ধরণের কিছু লেখা কিন্তু আর ঘটা করে কিছু লিখলাম নাকারণ আমি জানি এখানে যেতে কাউকে আমন্ত্রণের প্রয়োজন পড়ে না বা উসাহেরও প্রয়োজন পড়ে নাসবাই নিজস্ব সংস্কৃতির টানে, ভাষার টানে, বইয়ের টানে, কোন ভাবে যাবেই এই ঐতিহ্যবাহী বই মেলায় যেখানে সংস্কৃতির টানে, ভাষার টানে, বইয়ের টানে সবাই আমরা এক হই